সিকৃবিতে সংঘর্ষ : আহত ছাত্রলীগ কর্মীকে ঢাকায় প্রেরণ ॥ চোখে অস্ত্রোপচার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৩, ৯:০৬:০৫ অপরাহ্ন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত ওমর ফারুকের চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। ওমর ফারুক বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র এবং ছাত্রলীগ কর্মী। এর আগে গত শুক্রবার রাতে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনিরুল ইসলাম সোহাগ।
তিনি জানান, ওমর ফারুককে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় রাতেই ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে প্রেরণ করা হয়। সেখানে গতকাল শনিবার দুপুরে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সে এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে আছে। আমরা তার নিয়মিত খোঁজ খবর রাখছি।
গত শুক্রবার বেলা আড়াইটায় অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে কর্মী সভাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে ক্যাম্পাসের পাঁচটি আবাসিক হল থেকে দুই পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন অহত হন। যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বতর্মানে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি শান্ত রয়েছে।