স্মার্ট ক্যাম্পাসে উন্নীত হওয়ার পথে লিডিং ইউনিভার্সিটি আরও একধাপ এগিয়ে —-উপাচার্য ড. কাজী আজিজুল মাওলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ৭:৪৮:২২ অপরাহ্ন

ডাক ডেস্ক : লিডিং ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম (এলইউ ইউএমএস) এর উদ্বোধন করা হয়েছে। গত শনিবার সকাল ১১টায় এই সিস্টেমের উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। এসময় স্মার্ট ক্যাম্পাসে উন্নীত হওয়ার পথে লিডিং ইউনিভার্সিটি আরও একধাপ এগিয়ে গেল উল্লেখ করে উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা বলেন, অটোমেশন এবং একটি কাগজবিহীন ক্যাম্পাস বাস্তবায়নে এই সিস্টেম আরও বেশি প্রভাব ফেলবে। এতে শিক্ষার্থীরা অনলাইনে ভর্তি হতে, সেমিস্টার রেজিস্ট্রেশন করতে, টিউশন ফি প্রদান করতে এবং অনলাইনে একাডেমিক অবস্থা ও অর্থপ্রদানের ইতিহাস দেখতে পারবে।
তিনি প্রকল্প পরিচালক লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ.এস. সিকদারকে একজন একক প্রোগ্রামারের সাথে এক বছরের মধ্যে ইউএমএস সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সেইসাথে তিনি ইউএমএস রিভিউ কমিটিসহ সকল স্টেকহোল্ডারকে এই কাজে সহযোগিতা করার জন্য ধন্যবাদ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চলমান সেমিস্টারে ক্যাম্পাস নেটওয়ার্কের মধ্যে পরীক্ষা ও মূল্যায়ন করা হবে এবং পরবর্তী সেমিস্টার থেকে অনলাইনে এটি কার্যকর হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক প্রফেসর ড. এ.এস. সিকদার।