সিলেট মহানগর ছাত্রদলের মশাল মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ৭:৫০:২৩ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা: জুবাইদা রহমানের ‘সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশের প্রতিবাদে’ সিলেট মহানগর ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাতে নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন সজীবের পরিচালনায় মিছিলে উপস্থিত ছিলেন-সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন চৌধুরী নাঈম, মদন মোহন কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির ১নম্বর সদস্য নোবেল হোসেন সায়েম, তাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিনুল হক, মহানগর ছাত্রদলের সদস্য শাহিন আহমদ, জাহাঙ্গীর আলম নাদিফ, কামরুল ইসলাম মিটু, এম.সি কলেজ ছাত্রদল নেতা হোসেইন আহমেদ, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জসিম লস্কর, মহানগর ছাত্রদল নেতা রাসেল মিয়া, দুলাল আহমদ, ফয়সল আহমেদ, ফরহাদ আহমেদ, রাসেদ খান, শরিফ মিয়া প্রমুখ।-বিজ্ঞপ্তি