যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক অজয় পাল আর নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ৮:১৪:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : যুক্তরাজ্য প্রবাসী সিনিয়র সাংবাদিক অজয় পাল আর নেই। গত শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। এর আগে গত বুধবার ব্রেন স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
অজয় পাল দেশে থাকাকালে সিলেটে দৈনিক বাংলার বাণী, দৈনিক সংবাদ, দৈনিক দেশবাংলা ও দৈনিক বাংলাবাজার পত্রিকা ছাড়াও সিলেটের স্থানীয় দৈনিক সিলেট বাণী পত্রিকায় কাজ করেন। এছাড়া, সাপ্তাহিক যুগভেরী, সিলেট সমাচার, দেশবার্তা ও সিলেটধ্বনি পত্রিকায় কাজ করেছেন দীর্ঘদিন।
অজয় পাল শতবর্ষের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবে ১৯৮১-৮২ ও ১৯৯৩-৯৪ সালে কার্যনির্বাহী সদস্য, ১৯৯৭-৯৮ সালে ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক, ১৯৯৯-২০ ও ২০০১-০২ সালে সহ সভাপতির দায়িত্ব পালন করেন।
২০০৮ সালে লন্ডন থেকে প্রকাশিত মাসিক হৃদয়ে বাংলাদেশ ম্যাগাজিনের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন অজয় পাল। সাংবাদিকতার সুবাদে ২০০১ সালে অজয় পাল কিউবার হাভানায় অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি কনভেনশনে বাংলাদেশ সংসদীয় দলের সঙ্গে সাংবাদিক প্রতিনিধি হিসেবে যোগ দেন। গীতিকার হিসেবেও তিনি পরিচিত ছিলেন। অজয় পালের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন যুক্তরাজ্য প্রবাসী সিনিয়র সাংবাদিক আহাদ চৌধুরী বাবু।
এদিকে, সিলেটে প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি অজয় পালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্লাব নেতৃবৃন্দ। ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আবদুর রশিদ মো. রেনু এক বিবৃতিতে বলেন, ঐতিহ্যবাহী সিলেট প্রেসক্লাব আজকে এই অবস্থানে আসার পিছনে অজয় পাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন প্রজ্ঞা ও নিষ্ঠাবান সাংবাদিককে হারাল। তারা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মহানগর আওয়ামী লীগের শোক
সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, বাংলাবাজার পত্রিকা সিলেটের সাবেক ব্যুরো প্রধান, বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় পাল এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।