প্রভাষক বাবুল চন্দ্রের উপর সন্ত্রাসী হামলার নিন্দায় বাকবিশিস সিলেটের নেতৃবৃন্দ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ৮:৩১:৪৯ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক বাবুল চন্দ্রের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাকবিশিস সিলেটের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ প্রশাসনের কাছে সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য দাবি জানান।
সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে স্বাক্ষর করেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শামসুল ইসলাম, সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক অজয় কুমার রায়, মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আবিদুর রহমান, জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক সাব্বির আহমদ, মহানগর শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক জান্নাতারা খান পান্না, মহানগর সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মোঃ সাখাওয়াত হোসেন, বিভাগীয় সাধারণ সম্পাদক অধ্যাপক প্রাণকান্ত দাশ, মহানগর সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক কাসমির রেজা, জেলা সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য শিক্ষক ফারুক আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি।