সিলেটে জাস্ট হেলথ আই হসপিটাল পরিদর্শন করলেন ব্রিটিশ এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ৮:৩৪:৩৪ অপরাহ্ন
সিলেট সদর উপজেলার সাহেবের বাজার জাস্ট হেলথ সিলেট প্রাইড রোটারি আই হসপিটাল পরিদর্শন করেছেন ইংল্যান্ডের লেবার পার্টির এমপি জনাথন রেন্ডম। সিলেট সদর উপজেলার সাহেবের বাজার এলাকায় ফ্রি চক্ষু অপারেশন সেবা দানের লক্ষ্যে প্রতিষ্ঠিত এই হসপিটাল গত শনিবার রাতে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- জাস্ট হেলথ সিলেট প্রাইড রোটারি আই হসপিটালের ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি মো. ফেরদৌস আলম, ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি রোটারিয়ান পিপি অধ্যক্ষ মো. জমির উদ্দিন, ট্রাস্টি বোর্ডের সদস্য রোটারিয়ান এ.টি.এম. শোয়েব, ট্রাস্টি বোর্ডের সদস্য রোটারিয়ান মোহাম্মদ বখত মজুমদার, রোটারী ক্লাব অব সিলেট প্রাইড’র প্রেসিডেন্ট আব্দুল মালেক, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান জামিউল ইসলাম জনি, সদস্য রোটারিয়ান আব্দুল ওয়াহিদ খান, সদস্য রোটারিয়ান হুরায়রা ইফতার হোসেইন, সেক্রেটারি রোটারিয়ান তোফায়েল আহমদ, রোটারিয়ান মিলন কান্তি দে, সাংবাদিক ও কমিউনিটি নেতা নজরুল ইসলাম বাসন, কমিউনিটি নেতা ও জাস্ট হেল্প ফাউন্ডেশনের জীবন সদস্য সৈয়দ এজাজ আহমদ, ইউনিয়ন সদস্য বশির আলী প্রমুখ। পরিদর্শনে হাসপাতালের কার্যক্রম এবং এর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ব্রিটিশ এমপি জনাথন।-বিজ্ঞপ্তি