জগন্নাথপুরে কাপড়ের রং দিয়ে মসলা তৈরি: ২ লাখ টাকা জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ৮:৩৮:১০ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি কারখানায় কাপড়ের রং দিয়ে তৈরি হচ্ছিল বিভিন্ন ধরনের মসলা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে সেই কারখানায় ২ লাখ টাকা জরিমানা করে।
গতকাল রোববার দুপুরে অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে জগন্নাথপুর বাজারে এই অভিযান চালানো হয়।
অভিযানে শাহজালাল মসলা প্রোডাক্টস এন্ড রাইস মিল কারখানায় কাপড়ের রং দিয়ে মসলা তৈরির দায়ে ২ লাখ এবং অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানি তৈরির দায়ে ঢাকার হাজী নান্না বিরিয়ানির দোকানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ভেজাল পণ্য নদীতে ফেলে ধ্বংস করা হয়।
উল্লেখ্য, গেল বছরের ২৩ অক্টোবর কাপড়ের রং দিয়ে খেজুরের গুড় তৈরির দায়ে আরেকটি কারখানায় ২ লাখ টাকা জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা শাখা।