বিশ্বম্ভরপুরে হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠনের সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ৮:৩৮:৪৭ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : বিশ্বম্ভরপুরে সংশোধনী কাবিটা নীতিমালা ২০১৭ অনুযায়ী হাওর রক্ষা বাঁধ নির্মাণে স্কীম বাছাই ও পিআইসি গঠন সংক্রান্ত বিষয়ে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিউর রহিম জাদিদ। সভায় বাঁধ নির্মাণ কাজ ও পিআইসি গঠন সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়। সভায় উপজেলার বাঁধ নির্মাণের জন্য ৩৫টি পিআইসি অনুমোদন দেওয়া হয়। এর আগে আরো ২১টি পিআইসি অনুমোদন দেওয়া হয়েছিল। এ নিয়ে সর্বমোট ৫৬টি পিআইসি অনুমোদন দেওয়া হলো।
সভায় জানানো হয় ৫৬টি পিআইসির জন্য ১১ কোটি ৫৬ লক্ষ ৬১ হাজার টাকা বরাদ্ধ হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন। বাঁধ কাজের বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন বাউবোর উপ-সহকারি প্রকৌশলী মোঃ মনসুর রহমান, তাকে সহযোগিতা করেন পাউবো’র কার্যসহকারি মোঃ আল আমিন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ্জত আলী খাঁন, ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রিনা, থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পিআইও মোঃ সফিকুল ইসলামসহ উপজেলা কমিটির সদস্যবৃন্দ।