দিরাইয়ে মোটরসাইকেল সিএনজি সংঘর্ষে আহত ৭
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ৮:৩৯:৪৪ অপরাহ্ন

দিরাই (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা : দিরাইয়ে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৭ জন গুরুতর আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় দিরাই পৌর সদরের সুজানগর এলাকার দিরাই-মদনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬জনের পরিচয় জানা গেছে। তারা হলেন রিহান মিয়া (২০), এমদাদুল হক (৪৫), সোলেমান মিয়া (২২), আল মারজান (২২), তামিম (১৬) ও তানজিদ (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার সন্ধ্যার দিকে দিরাই পৌরসভার চন্ডিপুর গ্রামের বাসিন্দা রিহান মিয়া মদনপুর থেকে মোটরসাইকেলে করে দিরাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে সুজানগর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি সিএনজিচালিত অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৭ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দিরাই সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রবীন্দ্র দাস বলেন, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।