লালবাজারে নগদ টাকা পাওয়া গেছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ৮:৪২:১৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : নগরীর লালবাজারে একটি দোকানে অনেকগুলো টাকা পাওয়া গেছে। প্রায় সাত মাস পূর্বে সন্ধ্যার পর টাকাগুলো দোকানে পড়ে থাকতে দেখেন দোকানের মালিক সালমান আহমদ।
গতকাল রোববার রাতে সিলেটের ডাক পত্রিকার বার্তা কক্ষে এসে তিনি বিষয়টি অবগত করেন। এ সময় তিনি জানান, অনেক খোঁজাখুজি করে টাকার মালিককে না পেয়ে সংবাদপত্রে বিষয়টি তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন। প্রকৃত মালিককে সঠিক তথ্য দিয়ে টাকা নেয়ার জন্য সালমান আহমদ (মোবাইল নম্বর ০১৩০৪৭৬০৬৫১) অনুরোধ জানিয়েছেন।