বটেশ্বরে মোটরসাইকেলে বাসের ধাক্কা: প্রাণ গেল ঢাবি শিক্ষার্থীর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৩, ৭:২৭:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট-তামাবিল সড়কে বাসের ধাক্কায় মো. মাহির শাহরিয়ার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে জালালাবাদ ক্যান্টনমেন্টের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাহির ঢাবির মাস্টার দা সূর্য সেন হলের আবাসিক ছাত্র ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি গাজীপুরের রাজেন্দ্রপুরে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সিলেটে বন্ধু জনি আহমদের বাড়িতে বেড়াতে এসেছিলেন মাহির। রোববার বিকেলে তারা মোটরসাইকেলে করে জালালাবাদ ক্যান্টনমেন্ট এলাকা থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে সিলেট ক্যান্টনমেন্ট সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল নিয়ে একটি বাসকে ওভারটেক করতে গেলে বাসটি ডানে চাপ দেয়। বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খান মাহির ও তার বন্ধু। স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহিরকে মৃত ঘোষণা করেন। মাহিরের সঙ্গে মোটরসাইকেলের পেছনে থাকা জনির অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, গতকাল সোমবার তার পরিবার জেলা প্রশাসনের অনুমতি নিয়ে লাশ নিয়ে গেছেন। তারা কোনো মামলা করতে চাননি।