জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৩, ৮:৪৮:৫৬ অপরাহ্ন
আজ ঐতিহাসিক দশই জানুয়ারি। স্বধীনতার ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের আজকের এই দিনে দেশে ফিরেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিনটি জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটি বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিক ইতিহাসের একটি অনন্য মাইলফলক। এদিন পূর্ণতা পায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা।
বৃটিশ-পাকিস্তানের আড়াইশ বছরের শাসন শোষনে অতিষ্ঠ বাঙালি জাতিকে মুক্তির মন্ত্রে উজ্জীবিত করেন ক্ষণজন্মা পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিব। তিনিই বাঙালি জাতিকে মুক্তির মহামন্ত্রে উজ্জীবিত করে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পথে এগিয়ে নিয়ে যান। ১৯৭১ সালের উত্তাল মার্চের ২৫ তারিখ বঙ্গবন্ধুকে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের বাসভবন থেকে পাকিস্তানি সেনারা আটক করে তৎকালীন পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। আর ওই রাতেই বাংলাদেশের নিরস্ত্র মানুষের ওপর শুরু হয় বর্বর হামলা। পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে স্বাধীনতার ঘোষণা দিয়ে যান বঙ্গবন্ধু। তার ডাকে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তির যুদ্ধে। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।কিন্তু তখনও মুক্তি দেয়া হয় নি বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুকে। শেষ পর্যন্ত বিশ্ব জনমতের চাপে ১৯৭২ সালের ৮ই জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তানের জান্তারা। মুক্তির পর তিনি লন্ডন যান এবং ওই দিনই বৃটেনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এক বৈঠকে মিলিত হন। যদিও বৃটেন তখনও বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। পরে বৃটিশ প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ বিমানে বঙ্গবন্ধু বাংলাদেশে ফেরার পথে ভারতে যাত্রা বিরতি করেন। সেখানে ভারত সরকার ও জনগণের কাছ থেকে উষ্ণ সংবর্ধনা লাভ করেন বঙ্গবন্ধু। সেখান থেকে তিনি পৌঁছান স্বাধীন বাংলায়। লাখো জনতা সেদিন তাদের প্রিয় নেতাকে তেজগাঁও বিমানবন্দর থেকে খোলা ট্রাকে করে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) নিয়ে যায়।
মুক্তির আনন্দে উদ্বেলিত জনতার সামনে বঙ্গবন্ধু বলেন- ‘আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। আমার জীবনের সাধ আজ পূর্ণ হয়েছে। আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে।’ মূলত বঙ্গবন্ধুর এই স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই পূর্ণতা পায় বাংলাদেশের স্বাধীনতা। যুক্ত হয় বাঙালির বিজয়োল্লাসে নতুন মাত্রা।