বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
লিডিং ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ সবজি তোলা ও বিতরণ উৎসব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৩, ৬:৫৭:৫৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লিডিং ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ, সবজি তোলা ও বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। লিডিং ইউনিভার্সিটির নিজস্ব জমিতে চাষ করা হয় বিভিন্ন ধরনের শাক-সবজি। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে বৃক্ষরোপণ শেষে প্রধান অতিথি হিসেবে এসব সবজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে বিতরণ করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশে এই উৎসবের আয়োজন করার জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সবাইকে নিজ নিজ বাড়িতে শাক সবজি রোপণ করার জন্য আহবান জানান।
সরকারি কর্মকমিশনের (চঝঈ) কাজে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা ঢাকায় অবস্থান করায় এক বার্তায় তিনি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন এবং সবাইকে আজকের এই আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক বলেন, সুস্বাস্থের আহার্য মূলাসহ অন্যান্য সবজি বিতরণ সবাইকে শাক সবজি রোপণে উৎসাহিত করবে। আজকের এই উৎসবে অংশগ্রহণ এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বৃক্ষরোপণ করার জন্য তিনি প্রধান অতিথিসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, মূলা, লাউ, মিষ্টি লাউ, শিম, লালশাক, সরিষা শাক, ফুলকপি, বাঁধাকপি, টমেটোসহ বিভিন্ন জাতের সবজির চাষ করা হয়েছে লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসের পাশে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমিতে। ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে বিশেষভাবে উপকারী সবজি মূলা, লাউ, মিষ্টি লাউ, শিম, লাল শাক এবং সরিষা শাক বিতরণ করা হয়।
শাক সবজির উপকারিতা বিষয়ে আরও বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. বশির আহমেদ ভূঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমাদ দীন, আইকিএসির অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিসেস রুমপা শারমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চীফ লাইব্রেরিয়ান ড. মো. রাশেদুল আজিম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এডমিশন) মো. কাওসার হাওলাদার।