সিলেটে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বক্তারা
বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বিজয় ছিল অসম্পূর্ণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৩, ৯:০৩:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সারাদেশের মতো সিলেটেও গতকাল মঙ্গলবার নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো- আলোচনা সভা, র্যালী ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ। পৃথক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাঙালির বিজয় ছিল অসম্পূর্ণ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের মধ্য দিয়ে সেই বিজয় পূর্ণতা পায়। তাই এ দিনটি বাঙালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা বলেন, আওয়ামী লীগকে আরও সুসংগঠিত আর আদর্শিক দল হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে সোনার বাংলা গড়তে ভূমিকা পালনই হবে আজকের দিনের শপথ।
দিনটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে জেলা ও মহানগর আওয়ামীলীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাতী লীগ, মহিলা লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। ফুলে ফুলে ভরে ওঠে জাতির পিতার প্রতিকৃতির বেদি।
জেলা আওয়ামীলীগ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি পালন উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগ গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে এবং সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা জেবুন্নেছা হক বলেন, পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে গড়ে উঠা বাঙালির সব আন্দোলনের নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়েই শেখ মুজিবুর রহমান হয়ে ওঠেন জাতির অবিসংবাদিত নেতা এবং ভুষিত হন বঙ্গবন্ধু উপাধিতে। আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন।
সভায় আরো বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, সিলেট জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ। শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, নাজনীন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমশের জামাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, মোঃ আব্দুল বারী, আমাতোজ জোহরা রওশন জেবিন, মোঃ জাকির হোসেন, এডভোকেট ফখরুল ইসলাম, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, সিলেট জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, সিলেট জেলা যুব লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা তাঁতী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ ওলিদুর রহমান প্রমুখ।
মহানগর আওয়ামী লীগ : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, নুরুল ইসলাম পুতুল, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. সানাওর, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ। মহানগর আওয়ামী লীগের সদস্য আজম খান, মো. শাজাহান, সাইফুল আলম স্বপন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, তৌফিক বক্স লিপন, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, মহসিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, জুমাদিন আহমেদ, রকিবুল ইসলাম ঝলক, সম্মানিত জাতীয় পরিষদ সদস্য এডভোকেট রাজ উদ্দিন, উপদেষ্টা আব্দুল মালিক সুজন, এনাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার খোকা বাবু, কানাই দত্ত, মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ।
ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ আব্দুর রব হাজারি, ফখরুল হাসান, দিলোয়ার হোসেন রাজা, ইসমাইল মাহমুদ সুজন, মো. ছয়েফ খাঁন, আনোয়ার হোসেন আনার, তাজ উদ্দিন লিটন, নজরুল ইসলাম নজু, মো. বদরুল ইসলাম বদর, মানিক মিয়া, চন্দন রায়, মইনুল ইসলাম মঈন সহ ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা মহিলা আওয়ামী লীগ : জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ কার্যালয়ের সম্মুখে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ও মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সালমা বাছিত, সাবেক সহ-সভাপতি এ জেড রওশন জেবীন রুবা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মাধুরী গুণ, নুরুন নাহার, বীনা সরকার, মাধবী ভট্টাচার্য্য, রুনা আক্তার, অঞ্জনা সরকার, নমিতা মোদক, কইতুন নেছা প্রমুখ।
জেলা ছাত্রলীগ ঃ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে বেলা ১১টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। এসময় নেতাকর্মীরা শ্লোগান দেন।
সিলেট মহানগর তাঁতী লীগ : স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সিলেট মহানগর তাঁতী লীগ। গতকাল মঙ্গলবার সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক শেখ মোঃ আবুল হাসনাত বুলবুল। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগর তাঁতী লীগের সহ-সভাপতি মির্জা শোয়েব আহমদ, মিল্টন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, হাবিবুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক সপু আহমদ, দপ্তর সম্পাদক রেজাউল হাসান শিপলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন বাদশা, বন ও পরিবেশ সম্পাদক পারভেজ আহমদ রাজু, জেলা যুবলীগ নেতা নুরুল ইসলাম সোহেল প্রমুখ নেতৃবৃন্দ।
মহানগর শ্রমিক লীগ : স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুারালে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও শ্রম আদালত সিলেটের শ্রমিক প্রতিনিধি নাজমুল আলম রোমেন, জালালাবাদ গ্যাস কর্মচারী লীগ (সিবিএ) এর সভাপতি শাহ আলম ভুঁইয়া, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, সিলেট জেলা হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি মো. শরীফ আহমদ, সাধারণ সম্পাদক ধ্রুব জ্যোতি দে, সিলেট জেলা হিউম্যান হুলার চালক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক শাহাব উদ্দিন, সিলেট সদর অটো রাইসমিল শ্রমিক ইউনিয়নের সভাপতি জাফর মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সিলেট মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি কয়েস আহমদ, মাওলানা সালাউদ্দিন আকরাম, কালাম হোসেন, মো. জামাল উদ্দিন (কাউসার জামাল), ফয়েজ আহমদ, মো. রুবেল আহমদ, এডভোকেট শহিদুল্লাহ তালুকদার, বদরুল ইসলাম, বিজিত লাল দাস, কাউসার আহমদ, সাংগঠনিক সম্পাদক জহির ইসলাম, খালেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন, শাহিন আহমদ, খলিলুর রহমান, আবু সুফিয়ান চৌধুরী, লোকমান হোসেন, পরিতোষ ধর পাপ্পু, সাকিল তালুকদার, খালেদ আহমদ, মুহিত আহমদ, পিকে দাস মল্লিক, সাইফুজ্জামান বিপ্লব, দপ্তর সম্পাদক সাইদুর রহমান আলী, সহ-আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক এডভোকেট মাজেদ আহমদ, শিক্ষা সাহিত্য ও গবেষণা সম্পাদক নেওয়াজ শরীফ রাজু, সহ সম্পাদক জাবের আহমদ, গোলাম কিবরিয়া, ইউসুফ আলী, মানিকুল ইসলাম মানিক, কার্যকরী সদস্য শুয়েব আহমদ, জামসেদ আহমদ প্রমুখ।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। প্রশাসন ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে অফিসার পরিষদ। এসময় উপস্থিত ছিলেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা। অফিসার পরিষদের সভাপতি মোঃ বদরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায় ভিসি প্রফেসর জামাল উদ্দিন বলেন, দিনটি আমাদের জন্য আনন্দের। কারণ স্বাধীন হবার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছাড়া বাংলাদেশকে অপূর্ণ লাগছিলো। তিনি ছিলেন সময়ের সাহসী নেতা। তৎকালীন প্রেক্ষাপটে বঙ্গবন্ধু বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কূটনৈতিক তৎপরতার যেমন প্রশংসা করেন তেমনি ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রথমবারের সাক্ষাতেই বাংলাদেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়টি চূড়ান্ত করেন।
এদিকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক পরিষদ (গশিপ) বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়েছে। সেখানেও উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা। গশিপের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর ব্যাপারীর সঞ্চলনায় সেখানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গশিপের নব নির্বাচিত সভাপতি প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম। এর আগে বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সিকৃবি শাখা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোঃ বদরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাস : স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) মুনীর আহমেদ কাদেরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির মহানায়ক। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে নয় মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে।
স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাস আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল মঙ্গলবার দুপুরে ক্যাম্পাস অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
বাংলা বিভাগের প্রভাষক ফারজানা মোর্শেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কলার্সহোম মেজরটিলা ক্যাম্পাসের অধ্যক্ষ মো. ফয়জুল হক, পাঠানটুলা ক্যাম্পাসের উপাধ্যক্ষ আব্দুল আজীজ ও দক্ষিণ সুরমা ক্যাম্পাসের অধ্যক্ষ রোমানা চৌধুরী।
অনুষ্ঠানে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করেন স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান জাহিদুল ইসলাম ও বক্তব্য রাখেন জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক নাসরিন জাহান। ‘যুদ্ধ পরবর্তী সময়ে দেশে ফেরার উদযোগ’ শীর্ষক বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ হাসান মাহমুদ।
এসময় ‘বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারের দিনগুলি’ শীর্ষক বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী সপ্তর্ষি সাহা লস্কর। ‘মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে গ্রেফতারের পটভূমি’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন নবম শ্রেণির শিক্ষার্থী দিব্যজ্যোতি গোস্বামী।
বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সিলেট মহানগরীর পুরানলেনস্থ ৫৩ নম্বর সমবায় ভবনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ আক্তার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামীলীগের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা জাফর চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন ফোরামের অন্যতম উপদেষ্টা এডভোকেট মামুনুর রশীদ, ফোরামের সহ সভাপতি এম এজাজুল হক ইজাজ, যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহরুল ইসলাম মন্ডল, অর্থ সম্পাদক কবি কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ হান্নান শিপন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কলামিস্ট তাজ উদ্দিন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মঞ্জুর মোহাম্মদ, দপ্তর সম্পাদক শহীদ আহমদ খান সাবের, উপ-দপ্তর সম্পাদক মোঃ সেলিম আহমদ, নবাগত সদস্য মোঃ নুরুল আমীন খান, মাওলানা ইশা তালুকদার ও ফটো সাংবাদিক নাজমুল ইসলাম প্রমুখ।
দিরাই উপজেলা আওয়ামী লীগ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালন করেছে দিরাই উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও পরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের নেতৃত্বে র্যালীতে আওয়ামী লীগও অঙ্গসংগঠনের
নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে বাঙ্গালী জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের পরিচালনায় এতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিরাজ উদ্দৌলা তালুকদার, আসদ উল্লাহ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়া, শিবলী আহমেদ বেগ, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিত রায়, তাহের সর্দার, কামনাশীষ রায়, কলিম উদ্দিন, সবুজ মিয়া, শফিক মিয়া, লালন মিয়া, কামরুল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য দেন।
শান্তিগঞ্জ উপজেলা ঃ শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, শান্তিগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রীর হিজলবাড়ির আরফান আলী বৈঠকখানায় উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসনাত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হাজী তহুর আলী, মাওলানা আব্দুল কাইয়ুম, সাবেক চেয়ারম্যান রফিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবাব মিয়া, এনামুল কবির এনাম, আওয়ামীলীগ নেতা তেরাব আলী, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়েজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান বারী সুজন, জয়কলস ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউনিয়ন চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন।
বিশ্বম্ভরপুর উপজেলা ঃ বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা সদরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ গনমিলনায়তনে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা হয়। সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল আলম সিদ্দিকীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শফর উদ্দিন। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা প্রভাষক নজরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ হুমায়ুন কবির পাপন প্রমুখ।
উল্লেখ্য,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তিলাভ করে তার প্রিয় স্বদেশ, স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ১০ জানুয়ারি ফিরে আসেন। সেই থেকেই দিনটি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে উদযাপিত হচ্ছে।