শীতার্তদের পাশে বিভিন্ন সংগঠন
শীতের তীব্রতা বেড়েছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৩, ৯:১০:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ পৌষের শেষ সময়ে সিলেট অঞ্চলেও বেড়েছে শীতের প্রকোপ। হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করছে নিম্ন আয়ের মানুষকে। বিশেষ করে রাতের বেলায় শীত বৃদ্ধি পাওয়ায় অসহায় ও ছিন্নমূল মানুষ পড়েছে সবচাইতে বেশি বিপাকে। অসহায় শীতার্ত মানুষ চরম কষ্টে দিনানিপাত করছে। গতকাল মঙ্গলবার সিলেটে সর্বনিম্ন ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, শীতের তীব্রতা বাড়ায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি। এ উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, হাঁড়কাপনো শীতে অসহায় দুস্থদের পাশে দাঁড়ানো বিত্তবানদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব। যা তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হবে বলে তারা মন্তব্য করেন।
সিলেট জেলা প্রশাসন : শীতার্ত অসহায় ও দুস্থ মানুষদের উষ্ণতা দিতে তাদের পাশে দাঁড়িয়েছে সিলেট জেলা প্রশাসন। গত সোমবার রাত ১১টা থেকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ৫শ’ কম্বল বিতরণ করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এম কাসেম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মাহবুবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া কম্বল অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করেছি। শাহজালাল মাজার ও রেলস্টেশনে ৫শ’ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অসহায় মানুষ কম্বল পেয়ে অনেক খুশি হয়েছে। সিলেটের সব জায়গায় আমাদের কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসক।
বিশ^নাথ ঃ বিশ^নাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শীতার্ত মানুষের মধ্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত ত্রাণ তহবিল থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামস্থ শফিক চৌধুরীর নিজ বাড়িতে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুলের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নাজমুল ইসলাম চৌধুরী অপু। এ সময় অনুষ্ঠানে দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তজম্মুল আলী, সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, সামছুল ইসলাম সমুজ, আনা মিয়া, লাল মিয়া, ঝুনুর মিয়া, সুন্দর আলী, শাহ আলম, ছালিক মিয়া, শাহনুর মিয়া, যুবলীগ নেতা মাওলানা জাহেদ আহমদ, ছাত্রলীগ নেতা আব্দুল হামিদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনতা ব্যাংক : জনতা ব্যাংকের উদ্যোগে দক্ষিণ সুরমার লালাবাজারে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আব্দুল ওয়াদুদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক সিলেট এরিয়া প্রধান মোহাম্মদ এহতেশাম জলিল, সহকারী মহাব্যবস্থাপক মনির আহমদ, প্রিন্সিপাল অফিসার সত্যচয়ন দাস, রোটারি ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট (ইলেক্ট) রোটা: এস এ শফি, পাপড়ী রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জুবায়ের আহমদ লিটন, ল্যান্ডমার্ক ব্যবসায়ী সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুরমান আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গ্রামীণ ব্যাংক : গ্রামীণ ব্যাংক সিলেট জোনের সিলেট এরিয়ার মোল্লারগাঁও শাখার উদ্যোগে শীতার্ত সংগ্রামী সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত ৮ জানুয়ারি বিকেলে মোল্লারগাঁও শাখা কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সিলেট এরিয়ার এরিয়া ম্যানেজার মো. শাহ আলম মিয়া ও মোল্লারগাঁও শাখার ব্যবস্থাপক দেবব্রত বিশ্বাসসহ শাখার কর্মীবৃন্দ।
ওসমানী মেমোরিয়েল ট্রাস্ট : বঙ্গবীর জেনারেল ওসমানী মেমোরিয়েল ট্রাস্ট ঢাকার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে প্রায় চারশত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয় । কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। বঙ্গবীর জেনারেল ওসমানী মেমোরিয়েল ট্রাস্ট ঢাকার ট্রাস্টি টিটু ওসমানীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা গোপাল চক্রবর্তী, দয়ামীর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরন মিয়া, সাধারণ সম্পাদক ফারুক মিয়া।
জামায়াতে ইসলামী : গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর শাহপরান পশ্চিম থানার উদ্যোগে ২৪নং ওয়ার্ডের সবুজবাগ এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহপরান পশ্চিম থানার আমীর মো আনোয়ার আলী, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল আহমদ রিপন, থানা সেক্রেটারী মো শাহেদ আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, মাওলানা জাবেদ আহমদ, সালেহ আহমদ, তেরাব আলী, আব্দুল করিম ও জাহিদুল হক প্রমুখ। এদিকে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর দক্ষিণ সুরমা থানার ২৮নং ওয়ার্ডের বরইকান্দি এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত সোমবার রাতে বরইকান্দি এলাকার ১নং ও ৪নং রোডের পৃথক স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। ২৮নং ওয়ার্ড সভাপতি আবুল লেইছের সভাপতিত্বে ও সেক্রেটারি মামুন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী হেলাল আহমদ, জামায়াত নেতা জিতু মিয়া ও সোহেল রানা।
ইসলামী আন্দোলন : ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় সিলেটের দক্ষিণ সুরমা শাহজালাল জামেয়া কারীমিয়া দারুল উলুম মাদরাসা ময়দানে সিলেটের বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডা মোয়াজ্জেম হোসেন খান। বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক আলহাজ ইসহাক আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমেদ, সহ-সভাপতি ও মিডিয়া উপ কমিটির আহবায়ক ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সিলেট জেলা সহ-সভাপতি হযরত মাওলানা আমির উদ্দিন, সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা হাফিজ উদ্দিন, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মুফতী ফয়জুল হাসান চৌধুরী, ইশা ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সুরা সদস্য মো. নুর উদ্দিন, সিলেট মহানগর সভাপতি মকবুল হোসেন, সাবেক সভাপতি আব্দুল্লাহ আরাফাত প্রমুখ।
গোয়াইনঘাট ঃ গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, গোয়াইনঘাট বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এলাকার শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল করিম মনির, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামাল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ খান ,জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সদস্য ইলিয়াস মেম্বার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হাসিম, যুগ্ম সম্পাদক জালাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য আব্দুস ছালাম, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মাসুক আহমেদ, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুবদল নেতা আব্দুল হান্নান, আলীম উদ্দিন দুর্জয়, আব্দুল কাদির সুমন প্রমুখ।
ছাতক ঃ ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জাউয়াবাজারে গ্রামীণ ব্যাংক ছাতক শাখার উদ্যোগে ব্যাংকের শীতার্ত সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শাখা অফিসে শীতবস্ত্র বিতরণ অন্ষ্ঠুানে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক সুনামগঞ্জের জোনাল ম্যানেজার মোশাররফ হোসেন, অডিট প্রধান বাবর আলী, ছাতক এরিয়া ম্যানেজার খন্দকার সোলায়মান প্রমুখ।
মিশন ওয়ান মিলিয়ন : ছাতক উপজেলার গাংপার নোয়াকোট গ্রামে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে মিশন ওয়ান মিলিয়ন। গতকাল মঙ্গলবার বারহাল ফ্যামিলি রিলেশনশিপ অরগানাইজেশন ইউকের অর্থায়নে শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন মিশন ওয়ান মিলিয়নের প্রধান নির্বাহী ফায়যুর রাহমান, গাংপার নোয়াকোট গ্রামের বিশিষ্ট মুরুব্বি ওয়াজেদ আলী, ইসকন্দর আলী, জামেয়া কোরআনিয়া নোয়াকোট মাদরাসার শিক্ষক হাফিজ মুবাশ্বির আহমদ, তরুণ সমাজসেবী আফতাব আলী ও মিশন ওয়ান মিলিয়নের ভলান্টিয়াররা।
বরিশাল বিভাগীয় নাগরিক কল্যাণ পরিষদ: বরিশাল বিভাগীয় নাগরিক কল্যাণ পরিষদ, সিলেট’র পক্ষ থেকে সিলেটের বিভিন্ন মাদ্রাসার এতিম ও অসহায় ছাত্র-ছাত্রী অভিভাবক ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ৬, ৮ ও ৯ জানুয়ারি সিলেট শহরের জামেয়া নূরুল হেরা মাদ্রাসা, বেতের বাজার, জামেয়া ফারুকিয়া মাদ্রাসা, বাগবাড়ী, মাছিমপুর হাফেজিয়া মাদ্রাসা এবং ঝালোপাড়া, জামেয়া উম্মাহাতুল মু’মিনীন মহিলা টাইটেল মাদ্রাসায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বেতের বাজার জামেয়া নূরুল হেরা মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণপূর্ব উদ্বোধনী অনুষ্ঠান ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ও ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের এজিএম এন্ড হেড অব মার্কেটিং মোহাম্মদ ওবায়দুল হকের পরিচালনায় ও সংগঠনের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম বাদলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের প্রফেসর ড. মো. আল আমিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন, দপ্তর সম্পাদক মো. সরোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবু নোমান, সহ-অর্থ সম্পাদক মো. শফিকুল আলম, নির্বাহী সদস্য মোঃ শাহিন হোসেন, আজীবন সদস্য মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সাইয়েদুর রহমান, জামেয়া নূরুল হেরা মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা এখলাছুর রহমান, জামেয়া ফারুকিয়া মাদ্রাসার অধ্যক্ষ ক্বারি আব্দুল মতিন এবং স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।