জাতীয় গ্রিডে উৎপাদন কম হওয়ায় সিলেট জুড়ে বিদ্যুৎ বিভ্রাট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৩, ৯:১৬:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে আবারো বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এ কারণে গতকাল মঙ্গলবার দফায় দফায় লোডশেডিং এর সম্মুখীন হয়েছেন সিলেটবাসী। দুপুরের পর লোডশেডিংয়ের মাত্রা বাড়ায় দুর্ভোগে পড়েছেন বিভিন্ন অফিস-আদালতের কর্মী, ব্যবসায়ী ও সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা। জাতীয় গ্রিডে উৎপাদন কম হওয়ায় এ পরিস্থিতির উদ্ভব হয়েছে বলে জানিয়েছেন সিলেটের দায়িত্বশীল কর্মকর্তারা। আজ বুধবার পরিস্থিতির উন্নতি হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে রামপালসহ দেশের ৪টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কম হওয়ায় সিলেটেও সরবরাহে ঘাটতি দেখা দেয়। এ অবস্থায় গত সোমবার থেকে সিলেটে শুরু হয়েছে লোডশেডিং।
জানা গেছে, সিলেট বিভাগে পল্লী বিদ্যুৎ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মিলিয়ে মোট গ্রাহক প্রায় ২২ লাখ। সিলেট বিভাগে বিদ্যুতের চাহিদা ৩৩০ মেগাওয়াট। এর মধ্যে গতকাল বিদ্যুতের সরবরাহ ছিল ১৯৮ মেগাওয়াট। অন্যদিকে, জেলার প্রায় ১১ লাখ গ্রাহকের চাহিদা আছে ১১০ মেগাওয়াট। এর মধ্যে গতকাল সরবরাহ ছিল ৫৭ মেগাওয়াট। জাতীয় গ্রিডে সরবরাহ কম থাকায় সারা দেশেই বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম জানান, জাতীয় গ্রিডে উৎপাদন হ্রাস পাওয়ায় সিলেটেও বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। ত্রুটি সারাতে কাজ চলছে। আজ-কালের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান তিনি।