ছাতকে রেলওয়ের অভিযান
অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৩, ৯:৩৫:৩১ অপরাহ্ন

সৈয়দ হারুন অর রশীদ ছাতক (সুনামগঞ্জ) থেকে : ছাতকে সরকারি ভূমি উদ্ধারে রেলওয়ের অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ভেঙে দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের ভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানকোঠা ও বেশ কয়েকটি বসতঘর গুঁড়িয়ে দেয়া হয়। একই সাথে রেলওয়ের কোয়ার্টার দখল করে অবৈধ অবস্থানকারী আরো ২০/২৫টি পরিবারকে বের করে দিয়ে প্রতিটি বাসায় তালা ঝুলিয়ে বাসাগুলো সিলগালা করে দেয়া হয়।
রেলওয়ের এসব কোয়ার্টার দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ছিল না বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযানে রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ( ডি ই ও) শফি উল্লাহ, সহকারী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (এ ডি ই ও) আতিকুর রহমান, ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) আরিফ আহমদ, ছাতক রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী, জুবায়ের আহমদ সরকার, ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী জুয়েল হোসেন, কানুনগো রুহুল আমিন, সার্ভেয়ার দ্বীপক মল্লিক, রেলওয়ে পুলিশের সিআই ( আর এন বি) এনায়েত উল্লা, ছাতক রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মাহবুব আলমসহ বিপুল সংখ্যক রেলওয়ে পুলিশ, থানা পুলিশ এবং রেলওয়ে বিভাগ, ভূমি অফিস ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ছাতক-সিলেট ৩৭ কিলোমিটার রেললাইনের বেশকিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ছাতক-গোবিন্দগঞ্জ অংশের প্রায় ১৩ কিলোমিটার এলাকা অস্তিত্বহীন হয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয় ও জাতীয় পত্র-পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে ছাতক-সিলেট রেললাইন আধুনিকায়নের পদক্ষেপ নেয়া হয়। ইতোমধ্যে ছাতক-সিলেট রেললাইন আধুনিকায়নে ২২২ কোটি টাকার একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ছাতক-সিলেট রেলপথ সংস্কার ও আধুনিকায়নের লক্ষ্যেই এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন অভিযানে উপস্থিত রেলওয়ের কর্মকর্তারা।