চুনারুঘাটে মুড়ার বন্দ দরবার শরীফে ৩ দিন ব্যাপী বার্ষিক ওরস ১৪ জানুয়ারী শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৩, ৯:৪৪:৫৭ অপরাহ্ন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ ১২০ আউলিয়ার দরবার শরীফে ৩ দিন ব্যাপী ৭০২ তম বার্ষিক ওরস আগামী ১৪ জানুয়ারি শুরু হবে। চলবে ১৬ জানুয়ারী পর্যন্ত। ওরস কর্মসূচির মধ্যে রয়েছে, ১৪ জানুয়ারি সকালে প্রথমে মাজার শরীফে গিলাফ চড়ানো। মাজার কমিটির মোতাওয়াল্লী শাহসুফী আলহাজ্ব সৈয়দ সফিক আহমদ সফি চিশতির গিলাফ চড়ানোর মধ্য দিয়ে পবিত্র ওরসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ১৬ জানুয়ারি সকালে রওজা গোসল শেষে রাত ১ টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ওরসের সমাপ্তি হবে।
আশেকান ভক্তবৃন্দকে মুড়ার বন্দ দরবার শরীফে পবিত্র ওরসে কোনো কিছু দান করলে, কারো কাছে না দিয়ে সরাসরি দরবার শরীফে মোতাওয়াল্লীর কাছে ০১৭১৬- ১৩ ৭৯ ৬১ যোগাযোগ করে দিতে অনুরোধ জানানো হয়েছে। পবিত্র ওরস সফলের লক্ষ্যে সারা দেশের আশেকান ভক্তবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন দরবার শরীফের মোতাওয়াল্লী। বিজ্ঞপ্তি