ঘোষক-ঘোষিকাদের ওরিয়েন্টেশন কর্মশালায় জেলা প্রশাসক
বেতারকে জনমানুষের কাছে পৌঁছাতে হলে সবাইকে উদ্যোগী হতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৩, ৯:৪৮:০৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, বেতার শোনার জন্য মানুষকে আকৃষ্ট করতে হলে ঘোষক-ঘোষিকাদের কন্ঠ শ্রুতি মধুর হতে হবে। কন্ঠ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধুর্যতার কোন উপমা হতে পারেনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মাধ্যমে বাঙ্গালী জাতির মন কেড়ে নিয়েছিলেন। আর সেটা সম্ভব হয়েছিলো তার কন্ঠের মাধুর্যতা ও দৃঢ়তার জন্যে।
তিনি আরোও বলেন, বাংলাদেশ বেতার আমাদের ঐতিহ্যের স্মারক। স্বাধীনতাসহ দেশের যে কোন মুহূর্তে বেতারের ভূমিকা অপরিসীম। তাই বেতারের সকল অনুষ্ঠানকে প্রাণবন্ত শ্রুতি মধুর করে তুলতে হলে আমাদের ঘোষক-ঘোষিকাদের উপস্থাপনা সঠিক মানের হতে হবে। তাহলে অতীতের ন্যায় বেতারের প্রতি মানুষ আরো আকৃষ্ট হবে।
গত সোমবার সকালে নগরীর মিরের ময়দানস্থ বেতার ভবনের সভাকক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের নতুন তালিকাভুক্ত ঘোষক-ঘোষিকাদের ওরিয়েন্টেশন কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক এর সভাপতিত্বে ও উপ আঞ্চলিক পরিচালক পবিত্র কুমার দাশ এর উপস্থাপনায় অনুষ্ঠানে দু’দিন ব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত, বরেণ্য আবৃত্তিশিল্পী ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আব্দুল হক, বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার, সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস ও মোহাম্মদ দেলওয়ার হোসেন, র্যাংকের সভাপতি শিমূল আক্তার, সাধারণ সম্পাদক সৈয়দা হাসনা আক্তার প্রমুখ। উদ্বোধনী পর্বের শেষে দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
গতকাল মঙ্গলবার ওরিয়েন্টেশনের ২য় দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (অব:) সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীমা চৌধুরী ও বাংলাদেশ বেতারের পরিচালক (অব:) ড. মির শাহ আলম।