ছাতকে মিশন ওয়ান মিলিয়নের কম্বল বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৩, ১:১৮:০৮ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতক উপজেলার গাংপার নোয়াকোট গ্রামে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে মিশন ওয়ান মিলিয়ন। গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) বারহাল ফ্যামিলি রিলেশনশিপ অরগানাইজেশন ইউকের অর্থায়নে শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। হাঁড়কাপানো শীতের সকালে ছাতকের ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী কয়েকটি গ্রাম থেকে আসা অসহায়, দুস্থ, বিধবা ও প্রতিবন্ধী মানুষকে একটি করে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন মিশন ওয়ান মিলিয়নের প্রধান নির্বাহী ফায়যুর রাহমান, গাংপার নোয়াকোট গ্রামের বিশিষ্ট মুরব্বি ওয়াজেদ আলী, ইসকন্দর আলী, জামেয়া কোরআনিয়া নোয়াকোট মাদরাসার শিক্ষক হাফিজ মুবাশ্বির আহমদ, তরুণ সমাজসেবী আফতাব আলী ও মিশন ওয়ান মিলিয়নের ভলান্টিয়াররা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাঁড়কাপনো শীতে অসহায় দুস্থদের পাশে দাঁড়ানো বিত্তবানদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব। মানবিক দায়বদ্ধতায় মিশন ওয়ান মিলিয়ন কাজটি করে যাচ্ছে। বক্তারা শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য বারহাল ফ্যামিলি রিলেশনশিপ অরগানাইজেশন ইউকের প্রতিষ্ঠাতা আলহাজ নজরুল হক চৌধুরী, নজমুল হক চৌধুরী ও সমন্বয়ক মাজিদুল ইসলাম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান। -বিজ্ঞপ্তি