৩ ধাপ এগিয়েছে বাংলাদেশের পাসপোর্ট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৭:২২:৪৭ অপরাহ্ন

ডাক ডেস্ক : গত বছরের তুলনায় বাংলাদেশের পাসপোর্ট আরও শক্তিশালী হয়েছে। চলতি বছর বিশ্বে শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্সের প্রকাশিত নতুন সূচকে এ তথ্য জানানো হয়েছে।
২০২১ সালে সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ১০৮তম। ওই বছর বাংলাদেশের নাগরিকরা ভিসা ফ্রি বা অন- অ্যারাইভাল ভিসা সুবিধা পেতেন ৪০টি দেশে। ২০২২ সালের প্রকাশিত সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ১০৪তম। ওই বছর ৪১টি দেশে ভিসা-ফ্রি ভ্রমণের সুবিধা পেয়েছিলেন বাংলাদেশিরা।
চলতি বছরের সূচকে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান ১০১তম। বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা ৪১টি দেশে ভিসা-ফ্রি ভ্রমণের সুবিধা পাচ্ছেন।
নতুন এই সূচকে শীর্ষে রয়েছে জাপান। দেশটির পাসপোর্টধারীরা ১৯৩ দেশে ভিসা-ফ্রি কিংবা ভিসা অন অ্যারাইভালে ভ্রমণের সুবিধা পান। তালিকায় এর পরেই রয়েছে সিঙ্গাপুর।
শক্তিশালী পাসপোর্ট নির্ধারণের সূচক নির্ধারণ সম্পর্কে হেনলি পাসপোর্ট ইনডেক্স জানিয়েছে, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটির (আইএটিএ) দেওয়া পরিসংখ্যান, নিজস্ব গবেষণা এবং ওপেন সোর্স অনলাইন তথ্য ব্যবহার করে সূচক নির্ধারণ করা হয়েছে। সূচকে ১৯৯টি ভিন্ন পাসপোর্ট এবং ২২৭টি ভিন্ন ভ্রমণ গন্তব্য রয়েছে।