১৬ জানুয়ারি সারাদেশে মিছিল-সমাবেশের ঘোষণা বিএনপি’র
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৭:২৬:২৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : নির্দলীয় সরকারের এবং ১০ দফা দাবি আদায়ে আগামী ১৬ জানুয়ারি দেশের উপজেলা, জেলা, মহানগরসহ বিভাগীয় শহরে মিছিল-সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।
গতকাল বুধবার নয়াপল্টনে গণঅবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ১০ দফা দাবিতে কেন্দ্রীয়ভাবে ঢাকাসহ সারাদেশে মহানগর, জেলা, উপজেলায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
গণ-অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।