দিরাই ছাত্রকল্যাণের উপদেষ্টা ইমরুল সজলের বিদায়ী সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৭:২৭:৩৫ অপরাহ্ন
দিরাই ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি ও উপদেষ্টা মন্ডলীর সদস্য ইমরুল হাসান সজলের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সিলেট নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় সংবর্ধনাটি অনুষ্ঠিত হয়। ছাত্রকল্যাণের সভাপতি শাখাওয়াত শাহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিবের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের সাবেক ডিজিএম আজিজুল হক, দিরাই কলেজের সাবেক অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, এমসি কলেজের সহযোগী অধ্যাপক শেখ নজরুল ইসলাম, সিলেট মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি এনামুল হক লিলু, দিরাই উপজেলা আওয়ামী লীগ নেতা নাজমুল হাসান, দিরাই ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা সঞ্জয় চৌধুরী, সমাজকর্মী বিনীয়ামিন রাসেল, সুরমাভিউ ২৪ ডটকম সম্পাদক এমদাদুল হক সোহাগ, দিরাই ছাত্রকল্যাণের উপদেষ্টা নূর হোসেন চৌধুরী, হাবিব তালুকদার, মেনন রহমান, তাপস সূত্রধর, এনামুল হক, সাঞ্জব আলী প্রমুখ।
এসময় বক্তারা ইমরুল হাসান সজলের সভাপতি, সাধারণ সম্পাদক থাকাকালীন সময় বিভিন্ন কার্যক্রমে অগ্রণী ভূমিকাসহ উল্লেখযোগ্য দিনগুলো তুলে ধরেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামনা জানান।-বিজ্ঞপ্তি