সিলেট-তামাবিল রাস্তার বাঘের সড়কে ট্রাক চাপায় পথচারী নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৭:২৮:০৯ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট-তামাবিল রাস্তার বাঘের সড়ক এলাকায় দ্রুতগামী ট্রাক চাপায় একজন পথচারী নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন (৩৫) জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের পূর্বগর্দনা গ্রামের মৃত ডুমাই আহমদের ছেলে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে সিলেটগামী একটি ড্রাম ট্রাকের চাপায় বাঘের সড়ক এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। ঘটনার পর স্থানীয় জনতা বাঘের সড়ক এলাকায় সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন। অবরোধে পর্যটকবাহী, যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসসহ ছোট বড় অনেক যানবাহন আটকা পড়ে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) ফারুক হোসেনের নেতৃত্বে টহল টিম ঘটনাস্থলে যান। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ট্রাক আটকের নিশ্চয়তা দিলে এলাকাবাসী বিকেল ৫টার দিকে রাস্তার অবরোধ প্রত্যাহার করে নেন।
পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পরিবারের নিকট লাশ হস্তান্তর করে।