শাবি’র অ্যাপ্লাইড সায়েন্সেস অনুষদের আন্তর্জাতিক সম্মেলন আজ শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৭:২৮:৪৭ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের সপ্তম আন্তর্জাতিক সম্মেলন আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। ‘ইঞ্জিনিয়ারিং গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা’ বিষয়ক তিন দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ সহ বিশ্বের ১৪টি দেশের গবেষকদের ১৯০টি নিবন্ধ উপস্থাপন করা হবে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান এ আন্তর্জাতিক সম্মেলনের সভাপতি অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, শাবি’র অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে সপ্তম বারের মতো এ আন্তর্জাতিক সম্মেলন আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে। এতে দেশ-বিদেশের গবেষকরা তাদের নিবন্ধগুলো উপস্থাপন করবেন। সম্মেলনে ৪টি প্ল্যানারি সেশনে ২টি কী-নোট অধিবেশন অনলাইনসহ মোট ৪টি কী নোট অধিবেশন এবং সশরীরে ৩৪টি প্যারালাল টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে।
সম্মেলন কমিটি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আজ ১২ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আমেরিকার শেভরন বাংলাদেশের অপারেশন্স পরিচালক প্রকৌশলী রায়ান অট, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, শাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন- সম্মেলন কমিটির সেক্রেটারি অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক, যুগ্ম-সম্পাদক ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহুরুল ইসলাম ও ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইফতে খায়রুল আমিন।
উল্লেখ্য, নতুন সহস্রাব্দে ইঞ্জিনিয়ারিং শিক্ষায় চ্যালেঞ্জগুলো মোকাবিলা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বিভিন্ন ফিল্ডের আধুনিক অগ্রগতি অনুসরণ ও একাডেমিয়া-শিল্প সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে-
‘সিভিল ইঞ্জিনিয়ারিং, পরিবেশ ও স্থাপত্য’, ‘কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স’, ‘কেমিক্যাল, খাদ্য, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং’ এবং ‘মেকানিক্যাল, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং’ এ চারটি বিষয়ের উপর গবেষকদের নিবন্ধ উপস্থাপিত হবে।