সিলেটে স্পোর্টস নাইট অনুষ্ঠান আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৭:৩০:৪১ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে ‘স্পোর্টস নাইট-২০২৩’ এর আয়োজন করা হয়েছে।
জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্রীড়া ডিসিপ্লিনে সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়দের কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
এতে সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মজিবর রহমান।
অনুষ্ঠানে ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট ব্যক্তিসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।