দৈনিক সিলেটের ডাক পরিবারের শোক
সমাজসেবী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো: শামছুদ্দিন আহমদ চৌধুরীর ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৭:৩২:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম স্টিল মিলস এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের কিসমত মাইজভাগ পূর্বপাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মো: শামছুদ্দিন আহমদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে সিলেট নগরীর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মো: শামছুদ্দিন চৌধুরী সিলেট নগরীর ঝেরঝেরি পাড়া এভারগ্রীন ৬০ এর বর্তমান বাসিন্দা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি ৭ পুত্র, ৩ কন্যা, নাতি নাতনীসহ বহু গুণগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বেলা ২টায় কিসমত মাইজভাগ পূর্বপাড়া জামে মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। ব্যক্তিগত জীবনে মো: শামছুদ্দিন আহমদ চৌধুরী একজন ধর্মপ্রাণ পরহেজগার ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক সিলেটের ডাক পরিবারের শোক :
দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার মো: ইউনুছ চৌধুরীর পিতা মো: শামছুদ্দিন আহমদ চৌধুরীর মৃত্যুতে দৈনিক সিলেটের ডাক পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। দৈনিক সিলেটের ডাক এর সম্পাদকমন্ডলীর সভাপতি দানবীর ড. রাগীব আলী, সম্পাদক আব্দুল হাই ও নির্বাহী সম্পাদক আবদুল হামিদ মানিক এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।