শ্রমিক নেতা আলী আকবর রাজনের মুক্তি দাবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৭:৩৩:২৪ অপরাহ্ন
কারাগারে আটক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজি: নং বি-১৭২৪) সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং বি-১৪১৮) এর যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন ফেডারেশনের বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
গত সোমবার বিকেলে ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির নব-নির্বাচিত পরিষদের প্রথম সভা পুরাতন স্টেশন রোডস্থ ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ফেডারেশনের বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজীব আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় ফেডারেশনের বিভাগীয় কমিটির সদস্যবৃন্দ ছাড়াও পরিবহন শ্রমিক ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শ্রমিক নেতা আলী আকবর রাজনকে ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় জড়িয়ে’ গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। অন্যথায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটি কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে।-বিজ্ঞপ্তি