ফেঞ্চুগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৭:৪০:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের ফেঞ্চুগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মুমিন (২৫) নামে এক যুবক মারা গেছেন। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলার কটালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আবদুল মুমিন উপজেলার কটালপুর পূর্বপাড়া গ্রামের রেখন মিয়ার ছেলে। নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন এলাকাবাসী।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, কটালপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে গাছের ডাল কাটতে যান মুমিন। এ সময় গাছের ওপরে থাকা পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান মুমিন।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।