দেশে ফিরে যা বললেন নূরুল হক নূর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৭:৪৭:৩২ অপরাহ্ন
ডাক ডেস্ক : গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেছেন, ‘আমাদেরকে কেনার জন্য নানা ফাঁদ আঁটছে এই সরকার। পদে পদে লাঞ্ছিত করছে। বিরোধী দলের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করছে।’
তিনি বলেন, ‘আমরা সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আজকে কে বিএনপি, কে জামায়াত বা কে বাম কিংবা ডান সেটা দেখার বিষয় নয়। শেখ হাসিনার (প্রধানমন্ত্রী) ফ্যাসিবাদকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। এজন্য এখন অর্ধশতাধিক দল যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এতে করে ফ্যাসিবাদের মসনদে কাঁপন ধরেছে। তাই বিরোধী দলের ওপর মরণ কামড় দিয়ে এই অবৈধ সরকার গদি রক্ষা করতে চায়।’
বুধবার দেশে ফিরে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গত ১৮ ডিসেম্বর প্রথমে কাতার যান নূরুল হক নূর। পরে দুবাই হয়ে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান। বেলা সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন নূর। পরে ইমিগ্রেশন শেষে দুপুর সাড়ে ১২টায় বিমানবন্দর থেকে বের হন। এ সময় কয়েকশ নেতাকর্মী তাকে ফুল দিয়ে স্বাগত জানান।