ছাতকের ব্যবসায়ী নেতৃবৃন্দের বিরুদ্ধে
লাফার্জের ১৮৪ কোটি টাকার মামলা ব্যবসায়ীদের তাৎক্ষণিক প্রতিবাদ সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৭:৪৮:১৫ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : বৃহত্তর ছাতকের ব্যবসায়ী-শ্রমিকের অধিকার আদায়ের আন্দোলনকারী নেতৃবৃন্দের বিরুদ্ধে ১৮৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করেছে লাফার্জ হোলসিম।
এদিকে, মামলা দায়েরের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গতকাল বুধবার রাতে ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যবসায়ীরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান।
জানা গেছে, গেল বছরের ২ নভেম্বর সুনামগঞ্জের যুগ্ম জেলা জজ আদালতে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের পক্ষে মামলাটি দায়ের করেন লাফার্জ কর্মকর্তা অরুণ কুমার সাহা। ৩টি ধাপে ১৮৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এ মামলা দায়ের করা হয়। মামলায় ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট, ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব হাজী আবুল হাসান ও ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের জেনারেল সেক্রেটারী অরুণ দাসকে মূল বিবাদী করা হয়েছে। গতকাল বুধবার বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করা হয়। সমনে আগামী ১৮ জানুয়ারি সকাল ১০টায় বিবাদীদের নিজে হাজির হয়ে কিংবা আইনজীবী মারফত মামলার বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে।
গতকালের বৈঠকে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে আরো জানান, গত ১৪ ডিসেম্বর পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রী-এমপি পর্যায়ে এক বৈঠকে কোম্পানীর পক্ষে বৈঠকে অংশ নেয়া কর্মকর্তারা তাদের সিদ্ধান্তের কথা জানাতে ১০ জানুয়ারী পর্যন্ত সময় নিয়েছিলেন। শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন এমপি’র সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়র মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের এমপি শামীমা শাহরিয়ার, শিল্প সচিব জাকিয়া সুলতানা, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক, ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী সহ শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, উপসচিব, লাফার্জ হোলসিমের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ সহ ছাতকের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।