ফেঞ্চুগঞ্জে সজ্জাদ আলী শিক্ষা ট্রাস্টের বৃত্তির ফলাফল ঘোষণা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৭:৫৬:৪৮ অপরাহ্ন

ফেঞ্চুগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা: ফেঞ্চুগঞ্জে অষ্টম বারের মতো সজ্জাদ আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তির ফলাফল ঘোষণা করা হয়েছে।
গত ৫ জানুয়ারি পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী উপজেলা, ইউনিয়ন ও বিশেষ ক্যাটাগরীতে যারা বৃত্তি পেয়েছে তারা হলো-শাহজালাল এনজিএফএফ স্কুলের শিক্ষার্থী মহি উদ্দীন ইসলাম লাবিব, রিফাত মাহমুদ রামীম, স্নেহাশিষ চক্রবর্তী, ফেঞ্চুগঞ্জ সৈয়দ আফরোজ ফিরোজ একাডেমির শিক্ষার্থী মরিয়ম জান্নাত তাবাসসুম, জারিফ তাজওয়ার, নুরী জান্নাত স্নেহা, চন্ডীপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ত্রিনয়না বিশ্বাস, অপরাজিতা দাস, শফিক রাবেয়া একাডেমির শিক্ষার্থী অন্তর সুত্রধর, সাইফ হোসেন, নবপ্রাণ আইডিয়েল স্কুলের তোফায়েল হোসেন, পিপিএম স্কুলের শিক্ষার্থী তাহমিনা আক্তার, আশীঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম আহমদ চৌধুরী, ঘিলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাজিরা আক্তার, হাজী করম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুশরাত জান্নাত নিশাত, মানিককোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মানছুরা রহমান।
ফলাফল ঘোষণাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা ট্রাস্টের সদস্য সচিব ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈযদ নুরুজ্জামান, সদস্য কাঞ্চন চন্দ্র দেব, ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাউর রহমান, সদস্য তাজুল ইসলাম বাবুল কোষাধ্যক্ষ দেলওয়ার হোসেন পাপ্পু।
ফেঞ্চুগঞ্জে সজ্জাদ আলী স্মৃতিবৃত্তি পরীক্ষা গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। এবারের বৃত্তি পরীক্ষায় ফেঞ্চুগঞ্জের ৩৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯৮ জন শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল। এবারের পরীক্ষায় ৬ টি মাদ্রাসা ও ৩২টি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির পরীক্ষার্থীরা অংশ নেয়।