জৈন্তাপুরের চিকনাগুল উচ্চ বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র প্রবাসীর দুই লাখ টাকা অনুদান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৭:৫৭:২৯ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জৈন্তাপুরের চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজ ও জমি ক্রয়ের জন্য দুই লাখ টাকা অনুদান দিয়েছেন যুক্তরাষ্ট্র জৈন্তাপুর প্রবাসী গ্রুপের গ্রুপ উপনেতা সমাজসেবী রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের কাছে এ দুই লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবী মখলিছ, সহকারী প্রধান শিক্ষাকা রাশেদ বেগম, সহকারী শিক্ষক ইউনুছ মিয়া, আমিনুর রশীদ, বাপ্পি রানি রায়, আফিয়া আক্তার, মনি মালা, ইউপি সদস্য আব্দুল ওদুদ সংবাদকর্মী জাহিদুল ইসলাম, হাফিজ মাসুদ বিন মাহমুদ প্রমুখ।
প্রবাসী আব্দুল গফফার চৌধুরী খসরু উপজেলার শিক্ষার মান উন্নয়নে পিছিয়েপড়া শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা-মসজিদ ও উপজেলার অসহায় হতদরিদ্র জনগোষ্ঠী এবং অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান সহ সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন।