চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধার দু’ছেলেকে মারধর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৭:৫৮:০৩ অপরাহ্ন

চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধার দু’ছেলেকে মারধর করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলার চাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো চাটপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিনের ছেলে রুজেল মিয়া (৩০) ও লিটন মিয়া (২৫)।
জানা যায়, গতকাল সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে একই গ্রামের মৃত হাজী মাউদ হোসেনের পুত্র গিয়াস উদ্দিন ও তার লোকজন। আহতদের চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে লিটন মিয়ার মাথায় গুরুতর জখম রয়েছে।