শান্তিগঞ্জে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্রীসহ আহত ১৪
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৫:৫৬:৫০ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা : শান্তিগঞ্জে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্রীসহ ১৪ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন-দরগাপাশা ইউনিয়নের মৌগাঁও গ্রামের মৃত হারাধন বৈদ্যের ছেলে দিলিপ বৈদ্য, ভূষণ বৈদ্য, বাবুল বৈদ্য, বাবুল বৈদ্যের স্ত্রী রিনা বৈদ্য, ভূষণ বৈদ্যের স্ত্রী সন্ধ্যা রানী বৈদ্য, হরিবল বৈদ্যের মেয়ে আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এসএসসি পরীক্ষার্থী ডলি রানী বৈদ্য, মৌগাঁও বাগেরকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী তৃষা রানী বৈদ্য, দিলিপ বৈদ্যের স্ত্রী রবা রানী বৈদ্য, অধীর বৈদ্যের ছেলে পংকজ বৈদ্য, দিপংকর বৈদ্য, শংকর বৈদ্য, হরিবল বৈদ্যের ছেলে গোবিন্দ বৈদ্য, বিপুল বৈদ্য, লক্ষ্মীকান্ত বৈদ্যের ছেলে রনজু বৈদ্য। গুরুতর আহত অবস্থায় দিলিপ বৈদ্য, ভূষণ বৈদ্য, বাবুল বৈদ্য ও দিপংকর বৈদ্যকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মৌগাঁও গ্রামের সঞ্জয় বৈদ্য কালা ও দিলিপ বৈদ্যের মধ্যে হাওরে সেচ পাম্প দিয়ে পানি তোলা ও জমি সংক্রান্ত জের ধরে বিরোধ চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় জামখলা হাওরে দিলিপ বৈদ্য হাওরে জমি চাষ করতে গেলে ওঁৎ পেতে থাকা সঞ্জয় সহ তার গ্রুপের লোকজন দিলিপ বৈদ্যকে বেধড়ক মারধর করে ডান হাত ভেঙে ফেলে। খবর পেয়ে দিলিপ বৈদ্যের লোকজন এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে আহত করে প্রতিপক্ষের লোকজন।
এ ব্যাপারে দিলিপ বৈদ্যের ভাতিজা বিধান বৈদ্য জানান, আমরা নিরীহ দিনমজুর মানুষ। প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী হওয়ায় তারা আমাদের জমিতে সেচ পাম্পের পানি দেয়নি। আমাদের জমিতেও কাজ করতে বাধা নিষেধ দেন এবং অন্যায়ভাবে মারধর করে আমাদের লোকজনকে আহত করে। হামলাকারীদের শাস্তির দাবিতে প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। প্রতিপক্ষের সঞ্জয় বৈদ্য কালার মোবাইল ফোনে বারবার কল দিলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ চৌধুরী জানান, তাদের মধ্যে পূর্ব বিরোধ রয়েছে। মারধরের খবর পেয়েছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।