ছাতকের পালপুরে অগ্নিকান্ডে ৬টি বসতঘর ভস্মীভুত ॥ ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৬:০৭:৫৫ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকের দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামে অগ্নিকান্ডে ৬টি বসতঘর ভস্মীভূত হয়েছে। গত বুধবার রাত ১০টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে গ্রামের মরহুম সমুজ আলীর পুত্র আহমদ আলী, মামদ আলী, আছমত আলী, হুসমত আলী, রুসমত আলী ও আজর আলীর বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। গ্রামের লোকজন চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেন নি। আগুনে পুড়ে আধাপাকা টিনসেডের ৬টি ঘরসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন ও স্থানীয়রা জানিয়েছেন।
জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে বাড়ির একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশ-পাশের বসতঘরগুলোতে। স্থানীয়রা ধারণা করেছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘনাটি ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় দু’ঘণ্টা আগুন জ্বললেও ফায়ার সার্ভিস আসেনি।
ছাতক ফায়ার সার্ভিসের টিমলিডার মিজানুর রহমান জানান, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভে যাবার সংবাদে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়নি। রাতেই ছাতক থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দোলারবাজার ইউপি চেয়ারম্যান নুরুল আলম জানান, ইউনিয়ন পরিষদ থেকে ক্ষতিগ্রস্তদের নগদ ১০ হাজার টাকা ও কিছু কম্বল দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নুরের জামান চৌধুরী জানান, ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা নেয়া হচ্ছে।