নির্মাণ ব্যয় ৫ কোটি ৬১ লাখ ॥ যোগ দেবেন স্থানীয় সরকার ও পররাষ্ট্রমন্ত্রী
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন উদ্বোধন হচ্ছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৬:০৯:৩৪ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : প্রায় ৫ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন নির্মিত হয়েছে। আগামী ২১ জানুয়ারি এ ভবনের উদ্বোধনীতে যোগ দেবেন-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। মন্ত্রীদ্বয়ের আগমন সফল করতে গতকাল বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের উদ্যাগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রস্তুতি সভার আলোচনায় অংশ নেন সিলেট এজিইডি’র নির্বাহী প্রকৌশলী ইনামুল কবীর, উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, সহকারী কমিশনার (ভূমি) মেরিনা দেবনাথ, জেলা পরিষদ সদস্য নাহিদ হাসান চৌধুরী, থানার অফিসার ইনচার্জ শাফায়েত হোসেন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ এমরান উদ্দিন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সাংবাদিক মামুনুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির খান, মেডিকেল অফিসার ডা. রাশেদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ নুরুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুল হাই নন্না, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহ প্রমুখ।
সভায় ফেঞ্চুগঞ্জে মন্ত্রীদ্বয়ের আগমন সফল করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২১ জানুয়ারি উপজেলা সম্প্রসারিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনে দুই মন্ত্রী ছাড়াও সাংসদ হাবিবুর রহমান হাবিব উপস্থিত থাকবেন।
এদিকে, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যাগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন শেষে উপজেলা হ্যালিপ্যাড মাঠে জনসভায় যোগ দেবেন তারা।