২শ’ বছরের ঐতিহ্য: শেরপুরে তিন দিনব্যাপী মাছের মেলা শুরু আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৬:১৪:৪৬ অপরাহ্ন
শেরপুর (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা: শেরপুরে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দুইশ’ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা। গত দু’বছর মরণব্যাধী করোনার কারণে মেলা না হলেও এবার মৌলভীবাজার জেলা প্রশাসন মাছের মেলার অনুমতি দিয়েছে। এজন্য এলাকায় আনন্দের বন্যা বইছে।
জানা যায়, মাছের মেলাটি মৌলভীবাজার জেলা সদরের ২৬ কিলোমিটার দক্ষিণে শেরপুরের অদূরে ‘অক্সি সড়ক’ সংলগ্ন ব্রাহ্মণ গ্রামে অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার রাত থেকে শুরু হয়ে রোববার সকালে মেলা শেষ হবে। তবে ইতোমধ্যে প্রশাসন দরপত্রের কাজ শেষ করেছে। ইজারাদার তপু ভৌমিক বলেন, মেলায় জুয়া, অশ্লীল নিত্যসহ, সবধরণের অনৈতিক কাজ বন্ধ থাকবে। তিনি সুষ্ঠুভাবে মাছের মেলা সম্পন্ন করতে পুলিশ প্রশাসনসহ সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।