দক্ষিণ সুরমায় এমপি হাবিব
ও ব্যারিস্টার সুমন একাদশ’র মধ্যে প্রীতি ফুটবল খেলা ২৮ জানুয়ারি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৬:১৬:০৪ অপরাহ্ন

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এর উদ্যোগে আগামী ২৮ জানুয়ারি বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারস্থ রাগীব রাবেয়া ডিগ্রি কলেজ মাঠে এমপি হাবিব একাদশ বনাম ব্যারিস্টার সুমন একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।
প্রীতি ফুটবল খেলা উপভোগ করার জন্য ক্রীড়ানুরাগী দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক এমদাদুর রহমান এমদাদ। উল্লেখ্য, এ ফুটবল খেলাটি আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে ঐ তারিখ পরিবর্তন করে ২৮ জানুয়ারি পুননির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তি