শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন আব্দুল করিম নাজিম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৬:১৭:৪৪ অপরাহ্ন
ডাক ডেস্ক: শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিলেটের কৃতিসন্তান আব্দুল করিম নাজিম। গত বুধবার পরিচালক পর্ষদের ৩৫৪তম সভায় তিনি এ পদে মনোনীত হন। এছাড়া চেয়ারম্যান পদে মোহাম্মদ ইউনুছ ও ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ পুন:নির্বাচিত হয়েছে।
নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল করিম নাজিম ১৯৬৫ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিন দশকের অধিক সময় ধরে তিনি যুক্তরাজ্যে ব্যবসা-বাণিজ্যের সাথে সম্পৃক্ত। তিনি লন্ডন টি এক্সচেঞ্জ বিডি এর চেয়ারম্যান, করিম এন্টারপ্রাইজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং ক্যামডেনে অবস্থিত মহারানী রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী, আব্দুল করিম ইউকে বিবিসিআই শীর্ষক প্রতিষ্ঠানের পরিচালক।
বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আব্দুল করিম নাজিম বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ট্রাস্টি এবং প্রকল্প পরিচালক। এছাড়া, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ) এর সহ-সভাপতি এবং বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।