রেড ক্রিসেন্টের নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ
শেখ হাসিনার উন্নয়নের অভিযাত্রায় সকলকে সম্পৃক্ত করতে হবে —- প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৬:২৩:০৫ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অভিযাত্রায় দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প ২০৪১ অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গঠনে হাত দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে এবং আইএফসি ও হংকং রেডক্রস এর সহযোগিতায় ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি মন্ত্রী ইমরান আহমদ আরো বলেন, দক্ষ ও যোগ্য জনগোষ্ঠীই পারে নিজের উন্নয়নের পাশাপাশি দেশ ও জাতির কাক্সিক্ষত উন্নয়ন সাধন করতে। প্রধানমন্ত্রী দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত করতে চেষ্টা করছেন। সবাই যদি নিজের অবস্থান থেকে কাজ করি, তবে ডিজিটাল বাংলাদেশকে সহজেই স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা সম্ভব। আমাদেরকে ভাষা, শিক্ষা ও কৃষিকাজে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি রেড ক্রিসেন্টের মতো সকল সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য রাজনীতি করছে বলেও তিনি মন্তব্য করেন।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা পরিষদ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বহির্বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। করোনা অতিমারি ও যুদ্ধে বিশ্ব যখন থমকে দাঁড়িয়েছে তখনও বাংলাদেশ তার লক্ষ্য পথে এগুচ্ছে। এজন্য প্রয়োজন স্থিতিশীলতা। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতার মসনদে বসাতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ নাজিম খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শামীম আহমদ, উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় সদস্য মস্তাক আহমদ পলাশ, সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান জামিল, নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, শোয়েব আহমদ, জেলা পরিষদের সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট সার্কেল এএসপি প্রবাস কুমার সিংহ, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নারী ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ জিয়াদ আলী, দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান রোকন, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী মোঃ আলাউদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ও রাসেল আহমেদ, ইমরান আহমদ কারিগরি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন প্রমুখ।
এর আগে সকাল ৯টায় ইমরান আহমদ কারিগরি কলেজে জেলা পরিষদ কর্তৃক সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী ইমরান আহমদ।