বিশ্ব ইজতেমা মাঠে জৈন্তাপুরের ১ জনসহ ২ মুসল্লির মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৬:২৮:১৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে জৈন্তাপুর উপজেলার হরিপুরের হেমুবটে পাড়া গ্রামের নুরুল হক (৬৩)’সহ ২ মুসল্লির মৃত্যু হয়েছে।
নুরুল হক তাবলিগ জামাতের গাজীপুর মারকাজের সুরা সদস্য ছিলেন। অপরজন হলেন গাজীপুর মেট্রো সদর থানার ভুরুলিয়া এলাকার আবু তালেব (৯০)।
গতকাল বৃহস্পতিবার সকালে তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর।
তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান আবু তালেব। পাশাপাশি নুরুল হক অ্যাজমা রোগে ভুগছিলেন। সকালে ইজতেমা মাঠের ৬২ নম্বর খিত্তায় অবস্থানকালে তার শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর সেখানেই মারা যান। দুপুরে জোহরের নামাজের পর ইজতেমা মাঠে জানাজা শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’