কমলগঞ্জে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় ভারত অভিমুখী মাছ বোঝাই ট্রাক খাদে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৬:৩৭:১৫ অপরাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতগামী মাছ বোঝাই একটি ট্রাক ধলাই নদের নতুন ব্রিজে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বালু বোঝাই ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে লক্ষাধিক টাকার বিভিন্ন জাতের মাছ বিনষ্ট হয়েছে। কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা।
মাছের রপ্তানিকারক জেবি এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী রুবেল আহমেদ জানান, আসন্ন পৌষ সংক্রান্তি উপলক্ষে সাতক্ষীরা ও যশোর থেকে ভারতে রপ্তানির উদ্দেশ্যে প্রায় পাচ লক্ষাধিক টাকার মাছ কিনে কুলাউড়ার চাতলাপুর চেকপোস্টে যাচ্ছিলেন তিনি। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় (যশোর মেট্রো- ১১-২৮৩৬) মাছ বোঝাই ট্রাক কমলগঞ্জ উপজেলা সদর অতিক্রমকালে দুর্ঘটনার কবলে পড়ে। এতে তার লক্ষাধিক টাকার মাছ বিনষ্ট হয়ে যায়। গাড়িটি উল্টে যাওয়ার সময় কেউ হতাহত না হলেও দুর্ঘটনায় গাড়ির চালক সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। গাড়িটি উল্টে যেতেই উৎসুক স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়া মাছ তুলে নিয়ে যান। বেলা ১ টার দিকে রাস্তা থেকে দুর্ঘটনা কবলিত গাড়িটিকে সরিয়ে নেয়া হয়। মাছের গাড়িটি দুর্ঘটনার ফলে সড়কে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার পর ফ্রিজিং গাড়ির মাধ্যমে বাকি মাছগুলো রপ্তানি করা হয়েছে।