ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলো ব্যাচের মতবিনিময়
বাবনা পয়েন্ট থেকে কামালবাজার পর্যন্ত টেকসই সড়ক নির্মাণের দাবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৬:৩৯:৩৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : নগরীতে আয়োজিত মতবিনিময় সভায় দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট থেকে বিশ্বনাথের কামালবাজার পর্যন্ত টেকসই সড়ক নির্মাণের দাবি জানানো হয়েছে। বক্তারা বলেন, কামালবাজারে সিলেটের সুনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির অবস্থান। এই প্রতিষ্ঠানের সহস্রাধিক ছাত্রছাত্রী সিলেট শহর থেকে কামালবাজারে প্রতিদিন যাতায়াত করেন। পাশাপাশি এই এলাকায় কয়েকটি কলেজ, স্কুল ও মাদ্রাসা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার নগরীর একটি অভিজাত হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলো ব্যাচ ২১ কর্তৃক দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট থেকে বিশ্বনাথের কামালবাজার পর্যন্ত টেকসই সড়ক নির্মাণ বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাবনা পয়েন্ট থেকে কামালবাজার পর্যন্ত সড়কটি অনেক দিন থেকেই যান চলাচলের অনুপযোগী। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি সদর উপজেলার কামালবাজার ইউনিয়নের একমাত্র সড়ক যা সিলেট শহরের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। সড়কটির বেহাল দশা তুলে ধরে বক্তারা বলেন, সড়কটির নাজুক অবস্থা জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। ইতোমধ্যে ঐ এলাকার ভুক্তভোগী জনসাধারণের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় পরবর্তীতে সড়কটি সংস্কারকাজ পরিচালনার জন্য একটি দরপত্র আহ্বান করা হয়। কর্তৃপক্ষের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তারা ‘টেকসই সড়ক’ বাস্তবায়নে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সভাপতি ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সামিয়া চৌধুরী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেটের আঞ্চলিক কর্মকর্তা রাহিমা বেগম, স্বেচ্ছাসেবকলীগ সিলেট মহানগর শাখার সহসভাপতি এম রশিদ আহমদ, সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম প্রমুখ।