সিলেট অঞ্চলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৬:৪০:৫৭ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো ১৩ জন। গতকাল বৃহস্পতিবার সিলেটের কোম্পানীগঞ্জ, হবিগঞ্জের মাধবপুর ও মৌলভীবাজারের কুলাউড়ায় এসব দুর্ঘটনা ঘটে।
কুলাউড়া অফিস জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কুলাউড়া-পৃথিমপাশা সড়কে আমঝুপ বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি শিশু নিহত ও ৬ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। জানা যায়, একটি সিএনজি করে (মৌ: থ-১২-১৪৮৬) তারা পৃথিমপাশা থেকে কুলাউড়া আসছিলেন। পথিমধ্যে আমঝুপ বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ফলে বাদেভুকশিমইল গ্রামের হাজী নজিব আলী (৬০), ছামছুল ইসলাম (৪৫), ছামছুল ইসলামের স্ত্রী জনি আক্তার (৩০), ও পৃথিমপাশার বড়ুয়াকান্দি গ্রামের আফজল খাঁন (৩৯), মামুন (১০) ও সুজাপুর গ্রামের সবুজ (২৪) মারাত্মকভাবে আহত হন। কুলাউড়ার হাসনপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে ফাহিব (১০) ঘটনাস্থলে মারা যায়। আহতদের এলাকার লোকজন দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের পরপর মাইক্রোবাসটি পালিয়ে যায়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুস ছালেক দুর্ঘটনায় শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পালিয়ে যাওয়া মাইক্রোবাসটির সন্ধান করা হচ্ছে বলেও জানান ওসি।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাস ও মিনি ট্রাকের সংঘর্ষে আব্দুল মালেক (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে ৪ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ গ্যাস ফিল্ডের দরগা গেটের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখোলা গ্রামের-শুকুর আলীর ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম ভুইয়া জানান, সিলেটমুখী ছোট ট্রাক ও সিলেটমুখী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে আব্দুল মালেক সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে বলেও জানান তিনি।
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, কোম্পানীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৭টায় সিলেট- কোম্পানীগঞ্জ – ভোলাগঞ্জ মহাসড়কের পাড়ুয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার চরার বাজার এলাকার হাফিজ উল্লার ছেলে কাওছার আহমদ (২৪), তার ভাগ্নে মুজিবুর রহমান (২০) ও ছনবাড়ী গ্রামের তাজ উদ্দিন মেম্বারের ছেলে মিনহাজ উদ্দিন (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৭টার দিকে মোটরসাইকেলযোগে কাওছারসহ তিনজন টুকেরবাজার থেকে চরার বাজার যাচ্ছিলেন। পাড়ুয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মিনহাজ উদ্দিনের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের তিনজনই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কাওছারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। একজন ওসমানীতে চিকিৎসাধীন রয়েছেন।