গোলাপগঞ্জে শামসুদ্দিন চৌধুরীর দাফন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৬:৪৫:৫৭ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতাঃ দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র স্টাফ রিপোর্টার ইউনুছ চৌধুরীর পিতা, অবসরপ্রাপ্ত চাকরিজীবী শামসুদ্দিন চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় মরহুমের নিজ এলাকা গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কিসমত মাইজ মসজিদ সংলগ্ন মাঠে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়।
জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মরহুমের পুত্র ইসমাইল হোসেন চৌধুরী, দৈনিক মানবকন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমদ চৌধুরী, রাজনীতিবিদ অধ্যাপক আব্দুল হান্নান, ফুলবাড়ী আজিরিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন-জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফিজুর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সহ-সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী,দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, রাজনীতিবিদ মাওলানা জমির উদ্দিন,শিক্ষাবিদ জিন্নুর আহমদ চৌধুরী, মোহাম্মদ নুরুল হক, বিএনপি নেতা সৈয়দ রেজাউল করিম আলো, ছালিক আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি আব্দুল জলিল, আওয়ামী লীগ নেতা হোসেন আহমদ প্রমুখ।