সিটি মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী জয়নুল হোসেনের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৬:৪৭:০৭ অপরাহ্ন
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সহ সাধারণ সম্পাদক, সিটি মার্কেটের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ধরাধরপুর গ্রাম নিবাসী জয়নুল হোসেন গত বুধবার দিবাগত রাত সোয়া ১১ টায় তার নিজ বাফড়তে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজেউন)।
ব্যবসায়ী জয়নুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মোঃ মখন মিয়া, মহানগর সভাপতি আবদুর রহমান রিপন, জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ, মহানগর সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, জেলার সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন, শাহ আহমেদুর রব, লুৎফুর রহমান লিলু, নুরুল ইসলাম সুমন, মোঃ আলেখ মিয়া, সোহেল আহমদ শাহেল, আতিকুর রহমান সুহেদ, কয়ছর আলী, লায়েক মিয়া, পংকি মিয়া, জাহঙ্গীর আলমসহ মহানগর ও জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ। তারা এক যুক্ত বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি