৮০০ ব্যালট গণনায় সভাপতি-সেক্রেটারি পদে অশোক পুরকায়স্থ-সুহেল এগিয়ে
জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৬:৫১:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ॥ শান্তিপূর্ণ পরিবেশে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নং হলের ২য় ও ৩য় তলায় ভোট গ্রহণ করা হয়। এবারের মোট ভোটার সংখ্যা ছিলেন- ১ হাজার ৭৩৩ জন। এর মধ্যে ১৪৪০টি ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সাবেক লাইব্রেরী সম্পাদক আব্দুল মুকিত অপি। দিনভর রাজনীতিবিদ, সাংবাদিকসহ সিলেটের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ নির্বাচন পর্যবেক্ষণ করেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৮০০ ব্যালটের গণনা সম্পন্ন হয়। এর মধ্যে সভাপতি পদে অশোক পুরকায়স্থ ৩৫২ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামসুল হক ২৯৪ ভোট এবং সরোয়ার আহমদ চৌধুরী ১৪৭ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে এডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন। তার প্রাপ্ত ভোট-৪৭১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুবায়ের বখত-১৬৯, মোস্তফা দিলওয়ার ৭৮ এবং মহসিন আহমদ ৫৯ ভোট পেয়েছেন। গণনাকৃত ভোটের মধ্যে সহ-সভাপতি-১ পদে এডভোকেট কামাল হোসেন এগিয়ে ছিলেন। তিনি পেয়েছেন ৩৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওলিউল্যা মারুফের প্রাপ্তভোট-৩৭১। এছাড়া, সহ-সভাপতি-২ পদে আব্দুর রহিম ৩৪৭, নুরুল আমিন ৩৩৬ এবং আব্দুল হান্নান ৮৯ ভোট পেয়েছেন।
রাত ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল। ভোট গণনা শেষ হতে ভোর হয়ে যেতে পারে নির্বাচনে সহ-সভাপতি-১ পদে প্রতিদ্বন্দ্বিতা এডভোকেট কামাল হোসেন জানিয়েছেন।
প্রসঙ্গত, জেলা বারের এবারের নির্বাচনে ২৪টি পদে ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার আক্তার উদ্দিন আহমদ এবং সহকারী নির্বাচন কমিশনার মোহাম্মদ সেলিম মিয়া ও মোহাম্মদ আব্দুল মুকিত দায়িত্ব পালন করছেন।