তাহিরপুরে ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৬:৫৩:৫৭ অপরাহ্ন
তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার বালিজুরী ইউনিয়নের তাহিরপুর-আনোয়ারপুর সড়কের আনোয়ারপুর বাজারে ব্রিজ সংলগ্ন ও অস্থায়ী ইউনিয়ন পরিষদের সম্মুখে অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করাসহ সদর ইউনিয়ন টাকাটুকিয়া ও বাদাঘাট ইউনিয়নের শিমুল বাগান এলাকায় উচ্ছেদ করা জায়গার পরিমাণ ১০ শতাংশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা ভূমি অফিসের উপ সহকারী প্রশাসনিক কর্মকর্তা নিশিত ভট্টাচার্য জানান, এই উচ্ছেদের পূর্বে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দখল করে অবস্থানকারীদের বলা হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকালে মানুষ দিয়ে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
তিনি আরও বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনার পূর্বে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের জমির সীমানা নির্ধারণ করে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়।