চট্টগ্রামে সড়কে নিহত নবীগঞ্জের সবজি ব্যবসায়ীর লাশের অপেক্ষা স্বজনদের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩, ৬:৫৫:৩১ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা বারইকান্দি গ্রামের হাবিবুর রহমান হাবিব নামের এক ভ্যানগাড়ি চালক ও সবজি ব্যবসায়ী চট্টগ্রাম শহরে ভ্যান গাড়ি দিয়ে সবজি বিক্রি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সে ওই গ্রামের মৃত মাহবুব উল্লার পুত্র। গত মঙ্গলবার ভোরে চট্রগ্রাম শহরের মেইন রোডে এ ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, সে দীর্ঘদিন যাবত চট্রগ্রাম শহরে ভ্যান গাড়ি চালিয়ে শাক-সবজি বিক্রি করতো।
চট্টগ্রাম পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। লাশ এখনো গ্রামের বাড়িতে এসে পৌঁছেনি। লাশ বাড়িতে পৌঁছালে জানাজার নামাজের সময় নির্ধারণ করা হবে।
এদিকে দুর্ঘটনার খবর গ্রামের বাড়িতে এসে পৌঁছলে মা বাবা ভাই বোনদের কান্নায় আকাশ ভারি হয়ে উঠে। কখন লাশটি গ্রামের বাড়িতে এসে পৌঁছবে সেই অপেক্ষায় প্রহর গুণছেন তারা।